বরিশালে বজ্রসহ বৃষ্টি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। সঙ্গে বাতাসও বইছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টা ৫৪ মিনিটে আকস্মিক এ বৃষ্টিপাত শুরু হয়। এর আগে বিকেল ৪টার পর থেকেই বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন ছিল।
করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সাধারণ মানুষ তেমন একটা ঘর থেকে বের না হওয়ায় বৃষ্টিতে জনজীবনকে প্রভাবিত না করলেও একটু গরমের পর কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। যদিও এ বৃষ্টিতে কেউ কেউ ফসলের উপকার হওয়ার কথা বললেও মূলত মৌসুমী ফলের জন্য প্রয়োজনীয় বলে জানিয়েছে কৃষি বিভাগ।
গণজমায়েত ও সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে শুক্রবারও গোটা বরিশালজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করেছে।  সচেতনতামূলক পরামর্শ দেওয়া, গণজমায়েত ছত্রভঙ্গ ও ত্রাণ কার্যক্রম চলমান রেখেছে জেলা প্রশাসন।
শুক্রবার বরিশালের বিভিন্ন উপজেলায় ৯২৫টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া সিটি করপোরেশনও তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।