জেলা প্রতিবেদকঃ বরিশালে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
এরমধ্যে বৃহস্পতিবার (১৪ মে) দিনগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তপু (২১) নামে এক যুবককে মৃত ঘোষণা করেন।
তপু চন্দ্রমোহন ইউনিয়নের মক্রম প্রতাপ এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।
নিহত তপুর চাচা মো. শাহ আলম জানান, মুরগির খামারে বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তপু। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেবাচিম হাসপাতালে দায়িত্বরত বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, ময়নাতন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
অপরদিকে বরিশালের মুলাদী উপজেলার পশ্চিম চরকালেখা গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রফিকুল চরকালেখা গ্রামের নেয়াজ আলীর ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন আহম্মেদ জানান, কাজ করতে গিয়ে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন রফিকুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।