বরিশালে মঙ্গল শোভাযাত্রায় বাংলা বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : জেএমবির নামে উড়ো চিঠি থামাতে পারেনি বরিশালে মঙ্গল শোভাযাত্রা।

পৃথক চারটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, তিনটি বৈশাখী মেলা, পান্তা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ঘুড়ি উৎসব এবং আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে উদ্‌যাপিত হচ্ছে পয়লা বৈশাখ।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সার্কিট হাউজে পয়লা বৈশাখের কর্মসূচির শুভ সূচনা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

পরে সার্কিট হাউজ চত্বর থেকে জেলা প্রশাসনের ব্যানারে বের হওয়া একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে সকাল ৮টায় নগরীর সদর রোডের সিটি কলেজ চত্বর থেকে চারুকলা বিদ্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে সকাল ৭টার দিকে বিএম স্কুল মাঠে উদীচীর আয়োজনে রাখি বন্ধন, ঢাক উৎসব-শাক উৎসব অনুষ্ঠিত হয়।

সকাল পৌনে ৯টায় বিএম স্কুল মাঠ থেকে বিভিন্ন প্রতীকী উপকরণ নিয়ে উদীচীর ব্যানারে একটি বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়।

এতে তালুকদার মো. ইউনুস এমপি, জেবুন্নেছা আফরোজ এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বিভাগীয় কমিশনার মো. গাউস, রেঞ্জ ডিআইজি শেখ মারুফ হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর স.ম. ইমানুল হাকিম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এনায়েত হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশা ও বয়সের মানুষ উপস্থিত ছিলেন।

মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা পুরোনোকে পেছনে ফেলে নতুন উদ্যমে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদকে হটিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের কথা বলেন।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন এবং রেঞ্জ ডিআইজি শেখ মারুফ হাসান জানান, বাংলা নববর্ষ বরণের দিনভর ব্যাপক আয়োজনে কঠোর নিরাপত্তা প্রদান করছে আইন শৃঙ্খলা বাহিনী।

এদিকে বাংলা বর্ষবরণ উপলক্ষে সকাল ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে নিজস্ব ক্যাম্পাসে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়।

এ ছাড়া জেলা প্রশাসন ও প্রেসক্লাবের উদ্যোগে পৃথক পান্তা উৎসব, চারুকলা ও প্রেসক্লাবের উদ্যোগে শিশুদের পৃথক চিত্রাংকন প্রতিযোগিতা, দুপুর ১২টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ঘুড়ি উৎসব, বিএম স্কুল মাঠে তিন দিনব্যাপী উচীদী বৈশাখী মেলা, প্লানেট পার্ক ও বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বৈশাখী মেলা, বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক ভাষায় রম্য বিতর্ক প্রতিযোগিতা, পিঠা উৎসবসহ বিভিন্ন সংগঠনের  অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বরিশালে উদ্‌যাপিত হচ্ছে বাংলা ১৪২৪ সাল বরণ।