জেলা প্রতিবেদকঃ বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে মোটরসাইকেলচাপায় আব্দুস ছত্তার হাওলাদার (৬৫) নামে এক নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) দুপুরে নগরের টিটিসির সামনে এ দুর্ঘটনা ঘটে। ছত্তার বরিশাল নগরের নবগ্রাম রোডের সরদারপাড়ার বাসিন্দা।
নিহতের ছেলে জুয়েল হাওলাদার জানান, দুপুরে নগরের টিটিসির সামনের সড়ক পার হচ্ছিলেন তার বাবাফ
। এসময় একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মশিউর রহমান ফেরদৌস জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার (ওসি) নুরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।