এম এ হান্নান,বরিশাল :
দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্কে ফাঁটল ধরায় প্রেমিকের ছুরিকাঘাতে বিধবা প্রেমিকা খুন হয়েছে। এ ঘটনার পর পরই ঘাতক প্রেমিক বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। মুর্মুর্ষ অবস্থায় খুনিকে পুলিশ গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়। ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর বাকাল গ্রামে। থানার ওসি মনিরুল ইসলাম জানান, ওই গ্রামের মৃত সত্যরঞ্জন বাড়ৈর বিধবা স্ত্রী উষা রানী বাড়ৈর (৪৩) সাথে দীর্ঘদিন থেকে প্রতিবেশী মৃত ফিলিফ ঢালীর পুত্র রেমন ঢালীর (৪৮) পরকীয়া সম্পর্ক চলে আসছিলো। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে উভয় পরিবারের মধ্যে চরম বিরোধের একপর্যায়ে উষা রানী রেমনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রেমন বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উষা রানীর ঘরে ঢুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বাড়ির লোকজনে উষার ডাকচিৎকারে এগিয়ে এসে নাড়ী ভূড়ি বের হওয়া অবস্থায় উষাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে (উষা) মৃত বলে ঘোষনা করেন। ওসি আরও জানান, এ ঘটনার পর পরই খুনি রেমন বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। স্থানীয়রা ধাওয়া করে খুনি রেমনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তীতে পুলিশ প্রহরায় রেমনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। উষার লাশের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় নিহত উষা রানীর পুত্র পুলিশ কনস্টবল শংকর বাড়ৈ বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।