
নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল থেকে ১৩০ বোতল বিদেশি মদ ও ৭০০ ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মহানগরীর রহমতপুর এয়ারপোর্ট মোড় থেকে এ সব মদ ও বিয়ার উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- টাঙ্গাইল জেলার মাসুম মিয়ার ছেলে মো. সালমান মিয়া ও ঢাকার লালবাগের বাসিন্দা সাইদুর রহমানের ছেলে ফরিদ সরদার।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর মুকুল জানান, বরিশালে মদ ও বিয়ারের একটি চালান আসার খবর পেয়ে শহরের রামপট্টি এলাকায় চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে একটি পিকআপকে থামতে সঙ্কেত দেওয়া হলে সিগনাল ভেঙে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে রহমতপুর এয়ারপোর্ট মোড় থেকে পিকআপটি জব্দ করা হয়। পিকআপ থেকে ১৩০ বোতল বিদেশি মদ ও ৭০০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ সময় ফরহাদ ও সালমানকে আটক করা হয়।