বরিশাল শেবাচিমের সাময়িক বরখাস্তচিকিৎসকের যোগদানের চেষ্টা

বরিশাল প্রতিনিধি, হান্নান :
বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সাময়িকভাবে বরখাস্তচিকিৎসক যোগদানের চেষ্টা করেছে। সম্প্রতি সে যোগদানের আবেদন পত্র জমা দেয়। তবে সেই আবেদনপত্র গ্রহন করেনি হাসপাতালের পরিচালক। চিকিৎসক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিলন কুমার গোমস্থা ২০১৫ সালের জুন মাস থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। দীর্ঘ ১৫ মাস বীনা অনুমতিতে অনুপস্থিত থাকায় গত ৫ অক্টোবর তাকে সাময়িকভাবে বরখাস্তকরে স্বাস্থ্য মন্ত্রনালয়। হাসপাতালের নির্ভরযোগ্য সুত্র জানায়, দীর্ঘ ১৫ মাস ধরে অনুপস্থিত থাকা ডা. মিলন কুমার গোমস্থা সাময়িকভাবে বরখাস্তের বিষয়টি জানতে পেরেছে। তাই তিনি হাসপাতালে এসে যোগদানের আবেদন জমা দেয়। কিন্তু হাসপাতাল পরিচালক তার যোগদান পত্র রাখেননি। তাকে মন্ত্রনালয় দিয়ে সমাধন করে আসতে বলা হয়েছে। এ ব্যাপারে শেবাচিম হাসপাতাল পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম জানান, তাকে সাময়িকভাবে বরখাস্তের কোন আদেশের কপি এখনও পাননি। কিন্তু বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। তাই তিনি ডা. মিলন কুমার গোমস্থার যোগদান পত্র রাখা হয়নি। তাকে বিষয়টি মন্ত্রনালয় থেকে সমাধান করে আসার পরামর্শ দেয়া হয়েছে। তিনি আরো জানান, ২০১৫ সালের জুন মাস থেকে সে হাসপাতালে অনুপস্থিত রয়েছে। তাই তাকে শোকজ করা হয়। ওই শোকজের জবাব না দেয়ায় বিভাগীয় মামলা হয়। গত ৫ অক্টোবর তাকে সাময়িকভাবে বরখাস্তকরা হয়েছে বলে তিনি শুনেছেন।