সৈয়দ মনির অাহমদ, ফেনী : বর্ণিল আয়োজনে পালিত হয়েছে ০৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে ফেনী শহরে ১ হাজার মিটার দৈর্ঘের পতাকা নিয়ে র্যালী করে শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিভিন্ন সংগঠনের প্রায় তিন হাজারেরও বেশী মানুষ।
জেলা প্রশাসনের আয়োজনে, ফেনী ন্যাশনাল কলেজ ও স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগীতায় র্যালীতে উপস্থিত সকলকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ঘটতে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সেনাবাহিনীর দশম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা অধিনায়ক,¡ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ২নং সাব সেক্টর কমান্ডার ও সাবেক মন্ত্রী লেঃ কর্ণেল জাফর ইমাম বীর বিক্রম।
শপথ বাক্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত লাল-সবুজের পতাকাকে যে-কোনো মূল্যে সর্বোচ্ছ মর্যাদায় সমুন্নত রাখবো। দেশের কল্যান, অগ্রগতি, উন্নয়ন, সমৃদ্ধি, স্বার্থরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ঠ থাকবো। দেশেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, দারিদ্র ও মাদকমুক্ত রাখবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফেনী-০১ আসনের সাংসদ শিরিন আখতার, ফেনীর সংরক্ষিত মহিলা সাংসদ জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, ফেনী জেলা পরিষদের সাবেক প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন নাসিম, ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রজমান বিকম, ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান প্রমূখ।