বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই প্রযুক্তির উপর নির্ভরশীল। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ বেশি আসক্ত। কিন্তু নানা সময়ে এর মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে। সম্প্রতি এমনই এক প্রতারণার শিকার হয়েছেন অ্যানা রোয়ে নামে ৪৪ বছর বয়সি এক নারী।
ডেটিং অ্যাপ টিন্ডারে অ্যান্টনি রে নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অ্যানার। এমনকি ১৪ মাস তাদের মধ্যে মেসেজ আদান-প্রদান হয়। কিন্তু অ্যানা তার ব্যক্তিগত তদন্তকারীর মাধ্যমে জানতে পারেন অ্যাকাউন্টটি ভুয়া। আর এ ভুয়া অ্যাকাউন্টটি করা হয়েছে সাইফ আলী খানের ছবি ব্যবহার করে।
বিষয়টিতে বেশ আঘাত পেয়েছেন অ্যানা। কষ্ট ভুলতে এ বিষয়ে তিনি বিশেষজ্ঞের পরামর্শও নিচ্ছেন। এছাড়া এ ধরনের ধোকাবাজি বিষয়ে আইন করে বন্ধ করারও অনুরোধ জানিয়েছেন অ্যানা। এ ঘটনা প্রকাশের পর অন্য একজন নারী জানান, তার সঙ্গে একই ধরনের ধোকাবাজি করেছিলেন অ্যান্টনি।