নিজস্ব প্রতিবেদক : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকারের সময়ে নানা উন্নয়নমুখী কাজ হয়েছে, এখনো হচ্ছে। এর সুফল ভোগ করছেন দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।’
সোমবার বিকেলে মালিবাগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৫৬টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সরকার শুরু থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। তারপরও স্বল্পতা আছে। এখনো শতাধিক সচিব পদমর্যাদার কর্মকর্তা ভাড়া বাসায় থাকেন। মালিবাগে ফ্ল্যাট নির্মাণ শেষ হলে এ সমস্যা কিছুটা হলেও লাঘবে হবে।’
তিনি জানান, সরকারি জায়গায় ভবন বানানো হচ্ছে। কোনো ব্যক্তিমালিকানাধীন জায়গায় এটি হচ্ছে না। এই সরকারের সময়েই ফ্ল্যাটের নির্মাণ কাজ শেষ হবে।
অনুষ্ঠানে গণপূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।