বলিউডে এখনো পা রাখেননি শ্রীদেবী-বনি কাপুরের মেয়ে

বিনোদন ডেস্ক : বলিউডে এখনো পা রাখেননি শ্রীদেবী-বনি কাপুরের মেয়ে জানভি কাপুর। শোনা যাচ্ছে, খুব শিগগিরই রুপালি জগতে অভিষেক হতে যাচ্ছে তার। কিন্তু তার আগেই প্রেমের সম্পর্কের কারণে খবরের শিরোনামে তিনি।

এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, ভারতের সাবেক ইউনিয়ন মিনিস্টার সুশীল কুমার সিন্ধের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন জানভি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ দুজনের চুমুর ছবি ভাইরাল হওয়ার পরই এ গুঞ্জন শোনা গিয়েছিল।

এছাড়া সম্প্রতি ডিয়ার জিন্দেগি সিনেমার বিশেষ প্রদর্শণীতে একসঙ্গে দেখা গেছে তাদের। এমনকি তাদের সঙ্গে ছিলেন শ্রীদেবী এবং বনি কাপুরও। এরপর শিখর-জানভির প্রেমের গুঞ্জন আরো জোরালো হয়।

কিন্তু বলিপাড়ায় নতুন গুঞ্জন উঠেছে, শিখরের সঙ্গে নয় অক্ষত রঞ্জন নামের এক ব্যক্তির সঙ্গে প্রেম করছেন জানভি।

অক্ষত রঞ্জন যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনশীপ বিষয়ের ছাত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে জানভি এবং অক্ষতের বেশকিছু ছবি রয়েছে। এতে এ গুঞ্জনের পালে আরো হাওয়া দিয়েছে।

অনেকদিন ধরেই জানভির বলিউডে অভিষেকের কথা শোনা যাচ্ছে। সম্প্রতি বনি কাপুর জানিয়েছেন, করণ জোহরের সিনেমাতে অভিনয় করবেন জানভি। সিনেমাটি হতে পারে মারাঠি সিনেমা সাইরাত’র হিন্দি রিমেক।