বিনোদন ডেস্ক : বলিউডে সোনম কাপুরের যে অনেক বন্ধু রয়েছে তা সবারই জানা। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেও খুব ভালোবাসেন তিনি।
কিন্তু পার্টিতে যাওয়া একদমই পছন্দ করেন না এ ফ্যাশন ডিভা। পাশাপাশি মদও ছুঁয়ে দেখেন না তিনি। ভারতীয় একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে সোনম বলেন, ‘আমি ইন্ডাস্ট্রির কারো সঙ্গে কখনো ডেট করিনি, কারো সঙ্গে আমার সম্পর্ক নিয়ে কোনো গুঞ্জনও নেই। পার্টিতে যাই না, মদও খাই না। আমি প্রতিদিন রাত দশটার মধ্যে একটি বই নিয়ে বিছানায় শুয়ে পড়ি।’
সোনম কাপুরকে পরবর্তী সময়ে দেখা যাবে বীরে ডি ওয়েডিং সিনেমায়। এ সিনেমাটি প্রযোজনা করছেন এ অভিনেত্রীর বোন রিয়া। সিনেমাটিতে আরো অভিনয় করবেন কারিনা কাপুর এবং স্বারা ভাস্কর।