বলিউড অভিনেতা ইন্দর কুমার আর নেই

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ইন্দর কুমার আর নেই। ২৮ জুলাই মুম্বাইয়ের নিজ বাস ভবনে তিনি মারা যান। তার স্ত্রী পল্লবীর বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

ইন্দর কুমার সালমান খান অভিনীত ওয়ান্টেড সিনেমায় অজয় চরিত্রে অভিনয় করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

অভিনয় ক্যারিয়ারে ২০টির উপরে সিনেমায় অভিনয় করেছেন ইন্দর কুমার। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো-ওয়ান্টেড, তুমকো না ভুল পায়েঙ্গে, কাহি পেয়ার না হো যায়ে এবং অক্ষয় কুমার অভিনীত খিলাড়িও কা খিলাড়ি।