বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান অভিনেতা ওম পুরি আর নেই। শুক্রবার মুম্বাইয়ে নিজ বাসভবনে ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। সকালে ওম পুরির ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা অশোক পন্ডিত এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন।
অশোক পন্ডিত জানান, বৃহস্পতিবার বিকেলে শ্যুটিং শেষ করে বাসায় চলে যান ওম পুরি। শুক্রবার সকালে ঘুম থেকে ডাকার জন্য তার দরজায় কড়া নাড়লে কোনো সাড়া মেলেনি। এরপরই তার গাড়ি চালক অন্যদের বিষয়টি অবহিত করেন।
ওম রাজেশ পুরির জন্ম ১৯৫০ সালে। তিনি একাধারে বলিউড ও হলিউডের চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি সর্বাধিক চারবার ভারতীয় বেসামরিক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। অর্ধ সত্য, জানি ভাই দো ইয়ারো ও পার সিনেমায় অসাধারণ অভিনয়ের বদৌলতে ব্যাপক জনপ্রিয়তা পান ওম পুরি।