বহুতল বিশিষ্ট অত্যাধুনিক খাদ্যগুদাম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বহুতল বিশিষ্ট অত্যাধুনিক খাদ্যগুদাম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ২৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন এই খাদ্যগুদামের উদ্বোধন করেন তিনি। এরপর সেখানে একটি আম গাছের চারা রোপণ করে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার দেন। খাদ্যগুদাম উদ্বোধনের পর তা ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

শীতাতপ নিয়ন্ত্রিত বহুতল বিশিষ্ট এই বিশেষায়িত খাদ্যগুদাম নির্মাণে সিংহভাগ অর্থ সহায়তা দিয়েছে দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। ভবনের ছাদজুড়ে বসানো হয়েছে শতাধিক সৌর প্যানেল। গুদামের বিদ্যুতের চাহিদা মেটানো হবে এখান থেকে উৎপাদিত ৩৬০কিলোওয়াট বিদ্যুৎ দিয়ে।

প্রধানমন্ত্রী জেলার আরও বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর বিকেল ৩টায় সান্তাহার স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।