বহুদূর এগিয়ে যাবে বাংলাদেশ

সংসদ প্রতিবেদক : শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির যে পথে হাঁটছি, সে পথ ধরেই বাংলাদেশ আরও বহুদূর এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

রোববার নতুন বছরের শুরুতে দশম জাতীয় জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে রাষ্ট্রপতি তার ভাষণে এই আশাবাদ ব্যক্ত করেন। বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এরপর রাষ্ট্রপতির নির্ধারিত ভাষণ শুরু হয় ৬টা ১৩ মিনিটে। তার আগে তিনি ৬টা ৭মিনিটে অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এসময় বিউগল বেজে ওঠে এবং রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হয়। জাতীয় সংগীত পরিবেশন শেষে রাষ্ট্রপতি তার লিখিত বক্তব্য শুরু করেন।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- ও পদক্ষেপগুলোর কথা তুলে ধরে রাাষ্ট্রপতি বলেন, শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির যে পথে আমরা হাঁটছি, সে পথ ধরেই বাংলাদেশ আরও বহুদূর এগিয়ে যাবে এবং বিশ্বসভায় একটি উন্নত দেশ হিসেবে আপন মহিমায় অধিষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল্যবোধ সমুন্নত রাখতে, মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জল রাখতে, গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করতে, দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে এবং শোষণমুক্ত সমাজ-প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

একাত্তরের শহীদদের কাছে আমাদের অপরিশোধ্য ঋণ রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘আসুন ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষ এবং দল মত পথের পার্থক্য ভুলে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার মাধ্যমে আমরা লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধ করি।