বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী মধুরিমা চ্যাটার্জি। তিনি নায়রা চ্যাটার্জি নামেও পরিচিত। অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেলেও ছোটবেলা থেকে গান আর গজল শিখতেন তিনি। তাই গানেও রয়েছে তার আলাদা দখল।
একবার গানের রেকর্ডিং করতে গিয়ে পরিচয় হয় নির্মাতা জি ভি আইয়ারের সঙ্গে। তারপর এই নির্মাতা স্টুডিওতে বসেই মধুরিমাকে একটি ধারাবাহিক নাটকে চুক্তিবদ্ধ করান। এ নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান তিনি। তারপর পা রাখেন বড় পর্দায়।
দক্ষিণী সিনেমার অধিকাংশ ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছেন মধুরিমা। অভিনয়শৈলী আর রূপের জাদুতে জনপ্রিয়তাও পেয়েছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননাও পেয়েছেন। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।