নিজস্ব প্রতিবেদকঃ বাঁশখালীতে আধিপত্য বিস্তারের ঘটনায় ছুরিকাঘাতে মো. জহির (৪৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) সকালে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বাঁশখালীর মধ্যম সাধনপুরের আলী মিয়ার ছেলে জহিরকে স্থানীয় একটি পক্ষের লোকজন দা-ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার কর্মকর্তা রেজাউল করিম জানান, জহিরের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
আধিপত্য বিস্তারের লক্ষ্যে এ হামলা হয়েছে বলে জানান তিনি।