বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব ইতিবাচক বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। কর্ম পরিবেশ উন্নয়নের শর্ত দিয়ে, ২০১৩ সালে এই বাণিজ্যিক সুবিধা বাতিল করে মার্কিন প্রশাসন।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনষ্টিটিউটের পরিচালনা পর্ষদের সভা শেষে এ তথ্য জানান তিনি।

সরকারের এই উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে রফতানি আয় বৃদ্ধি পেয়েছে। গেল অর্থবছরে রপ্তানি আয়, এর আগের বছরের চেয়ে ১২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। আগামী বছরের জানুয়ারিতেই বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।