ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে জয় পেয়েছে শ্রীলঙ্কা। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ২৫৯ টাইগারদের হারিয়েছে লঙ্কানরা। বাংলাদেশের বিপক্ষে প্রথম জয়ের পর সংবাদ সম্মেলনে বিভিন্ন দিক নিয়ে কথা বলেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের পর হেরাথ বলেন, ‘যে কোনো সিরিজেই ভালো তারকা পাওয়াটা গুরুত্বপূর্ণ। নিজেদের এমন অর্জনে আমরা আনন্দিত। আশা করছি দ্বিতীয় টেস্টেও আমরা এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’
পঞ্চম দিনে পরাজয়ে এড়ানোর সুযোগ থাকলেও নিজেদের ব্যাটিং ব্যর্থতায় শেষপর্যন্ত হেরেছে বাংলাদেশ। তাই ম্যাচ শেষে বাংলাদেশের ব্যাটিং নিয়ে অভিজ্ঞ হেরাথ বলেন, ‘তারা ভালো ব্যাটিং করেছে। পিচ কিছুটা ভালোই মনে হয়েছে। মুশফিক ও সৌম্য ভালো ব্যাট করেছে। তবে তাদের আরও ধৈর্য্য ধারণ করতে হবে।’
বাংলাদেশের বিপক্ষে ড্রয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হেরাথ বলেন, ‘বোলাররা দারুণ বোলিং করেছে। আপনি তাদের কাছ থেকে কৃতিত্ব কেড়ে নিতে পারবেন না। উইকেট বোলিংয়ের জন্য খুব বেশি ভালো না হলেও তারা সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তাদের ভালো বোলিংয়ের জন্যই আমরা পুরস্কৃত হয়েছি ‘
বাংলাদেশের তিন পেসার নিয়ে খেলা সম্পর্কে হেরাথ বলেন, ‘ম্যাচ শুরুর আগেই আমি ধারনা করেছিলাম পেসাররা কিছু একটা করে দেখাতে পারে। লাহিরু এবং সুরাঙ্গারা বেশ ভালো করেছিল। আমি মনে করি না প্রতিপক্ষ তিনটি পেসার নিয়ে খেলে কোনো ভুল করেছে।’