
নিজস্ব প্রতিবেদক, যশোর : বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর।
১৯৭১ সালের এদিনে বাংলার বীর সন্তানেরা জেলাটিকে হানাদার মুক্ত করতে সক্ষম হয়।
স্বাধীনতার পর থেকে দিনটিকে যশোর মুক্ত দিবস হিসেবে পালন করে আসছে যশোরের সাধারণ মানুষ। দিবসটি উপলক্ষ্যে যশোরে বিভিন্ন সভা-সমাবেশ, সমবেত সংগীত ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর।
সেখানে অনুষ্ঠিত সভায় সংগীত পরিবেশন করা হয় এবং পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বকুলতলার ম্যুরালে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।