
ক্রীড়া প্রতিবেদক : দুই ম্যাচ টেস্ট, তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে মার্চে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল ।
এক মাসের লম্বা এই সিরিজের খসড়া সফরসূচি তৈরি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই খসড়া সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়েছে তারা। সেটাতে সবুজ সংকেত দিয়েছে বিসিবি।
সবকিছু ঠিকঠাক থাকলে মার্চের ৭ তারিখ থেকে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজ। ২৫ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। আর ৫ এপ্রিল থেকে শুরু হবে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। ৮ এপ্রিল শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে দেশে ফিরবে টাইগাররা।
চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের খসড়া সফরসূচি
টেস্ট সিরিজের সময়সূচি :
ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম টেস্ট ৭-১১ মার্চ গল
দ্বিতীয় টেস্ট ১৫-১৯ মার্চ পি.সারা ওভাল।
ওয়ানডে সিরিজের সময়সূচি :
ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম ওয়ানডে ২৫ মার্চ হাম্বানটোটা
দ্বিতীয় ওয়ানডে ২৯ মার্চ ডাম্বুলা
তৃৃতীয় ওয়ানডে ১ এপ্রিল ডাম্বুলা
টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি :
ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ৫ এপ্রিল কলম্বো
দ্বিতীয় টি-টোয়েন্টি ৮ এপ্রিল কলম্বো।