
নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে স্বপ্ন সাজাতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘স্বপ্ন সাজাই’ আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ: অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানান তারা।
গোলটেবিল বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘ডিজিটাল বাংলাদেশর স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয় এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বলেই আমরা এত দূর এগিয়ে আসতে পেরেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছোট ছোট স্বপ্ন থেকে বড় স্বপ্ন দেখেছিলেন বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি।’
তিনি আরো বলেন, ‘যেকোনো বড় কাজের পেছনে স্বপ্ন দেখাটাই বড় দায়িত্ব। আমাদের সংবিধানে অনেক মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। স্বপ্ন দেখার অধিকারও হচ্ছে মৌলিক অধিকার। স্বাধীনতা উত্তর-পূর্ব সময়ে বাঙালির স্বপ্ন দেখার অধিকারকে বারবার চূর্ণ-বিচূর্ণ করা হয়েছে। বঙ্গবন্ধু যখনই স্বপ্ন দেখতেন তখনই তার ওপর নির্মম নির্যাতন ও অত্যাচার নেমে আসত। তাকে বারবার কারারুদ্ধ করা হতো। কিন্তু তিনি স্বপ্ন দেখে আর স্বপ্নের কথা বলে সামনের দিকে এগিয়ে গেছেন বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।’
ডিজিটাল বাংলাদেশের অপার সম্ভাবনার সম্ভাবনার কথা তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘তথ্য প্রযুক্তি অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এটিকে যদি আমারা ব্যবহার করতে পারি তাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এজন্য ডিজিটাল প্রযুক্তিকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। অনৈতিক কর্মকাণ্ডে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করলে সেটি ঠিক হবে না। প্রযুক্তি উদ্ভাবন হয় মানুষের কল্যাণে। সেটিকে মানুষের অনৈতিক ক্ষেত্রে ব্যবহার করতে হবে কেন? আমাদের নতুন প্রজন্ম নীতি-নৈতিকতাবিবর্জিত কোনো কর্মকাণ্ডে অংশ নেবে না, এটি আমি বিশ্বাস করি। স্বপ্ন সাজাই সংগঠন সারা দেশের নতুন প্রজম্মের ছেলে-মেয়েদের মধ্যে স্বপ্ন নিয়ে আসবে। যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনিমার্ণ করতে পারব।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেক উপহাস করা হয়েছে। এটি এখন সাধারণ মানুষের উন্নয়নের একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে। যারা সমালোচনা করার তারা সমালোচনা করবেই। সব কাজের সমালোচনা করাই তাদের মানসিকতা। প্রযুক্তির যে অপব্যবহার হচ্ছে, এর মূল কারণ হচ্ছে, প্রযুক্তি যেভাবে এগিয়েছে, ঠিক সেইভাবে আমরা চিন্তা-চেতনায় এগিয়ে যাইনি। আমাদের মানসিকতা এখনো পশ্চাৎপদ রয়ে গেছে। প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে আমরা এগিয়ে যেতে পারিনি বলেই প্রযুক্তিকে মানুষের কল্যাণে ব্যবহার না করে অসৎ কাজে ব্যবহার করছি।’
তরুণ প্রজন্মকে শিক্ষা-দীক্ষায় আধুনিক বিজ্ঞানমনস্ক মানবিক চেতনায় গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের যে ভূমিকা, এই ভূমিকা নিশ্চয়ই আমাদের দেশ এবং তরুণ প্রজন্ম স্বীকার করতে বাধ্য হবে। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছিলেন বলেই, বাংলাদেশ আজকে এগিয়েছে। স্বপ্ন না দেখলে এখনো সামনের দিকে অগ্রসর হওয়া যায় না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাগিব আহসান বলেন, ‘আমরা আমাদের স্বপ্নকে ডিজিটাল বাংলাদেশের সাথে সাজাতে পারলে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আজকে যে অবস্থানে আছে তা থেকে আরো সামনের দিকে এগিয়ে যাবে।’
স্বপ্ন সাজাইর প্রেসিডেন্ট রোকেয়া প্রাচীর সভাপতিত্বে অনুষ্ঠানের ডিজিটাল বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন পোগ্রামের সহ-সচিব মোস্তাফিজুর রহমান।
গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন- ৭১ টেলিভিশনের বার্তা পরিচালক ইশতিয়াক রেজা, ডা. মোহিত কামাল, লেখক ও গণমাধ্যমকর্মী সুভাষ সিংহ রায়, বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী চঞ্চল রায়, গণমাধ্যম ব্যক্তিত্ব আবু সাঈদ প্রমুখ।