বাংলাদেশের ৫ উইকেট দুপুরের আগে

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।

স্কোর: বাংলাদেশ ৩৪ ওভারে ৮৩/৫।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৭৭/১০।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩০৫/১০।

বাংলাদেশের লিড: দ্রুত পাঁচ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে। মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের ব্যাটে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে টাইগাররা। প্রথম ইনিংসে অর্ধশতক পাওয়া দুই ব্যাটসম্যান খেলছেন আস্থার সঙ্গে। লাঞ্চের পর ফিরে তাদের কাছেই বড় কিছুর প্রত্যাশা থাকবে টাইগার ভক্তদের।

দাঁড়াতে পারেননি নাসিরও: টপঅর্ডারদের ব্যাটিং বিপর্যয়ে দাঁড়াতে পারেননি নাসির হোসেনও। দ্বিতীয় ইনিংস শুরুর ২০ ওভারের মধ্যেই শীর্ষ পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেছেন। চার নম্বরে নামা নাসির হোসেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে বিদায় হলেন তিনি। ১৮ বলে ৫ রান করে ফিরে যান নাসির।

 

ফিরে গেলেন সাকিবও: বাংলাদেশি ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে প্রতিরোধ গড়তে পারেননি সাকিব আল হাসানও। তার আউটের ফলে দলীয় ৩৯ রানেই টপঅর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারাল বাংলাদেশ। নাথান লায়নের বলে গালিতে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ব্যাক্তিগত ২ রানে সাজঘরে ফিরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

তামিমের পর সাজঘরে ইমরুল: তামিমের পর সাজঘরে ফিরতে দেরি করেননি ইমরুল কায়েস। ইনিংসের ১৭তম ওভারে নাথান লায়নের করা প্রথম বলেই এক্সট্রা কাভারে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ তুলে দেন ইমরুল কায়েস। জায়গায় দাঁড়িয়েই বলটি তালুবন্দি করেন ম্যাক্সওয়েল। আউট হওয়ার আগে ৩৫ বলে ১৫ রান করেন ইমরুল।

স্টাম্পিং হয়ে ফিরলেন তামিম: তামিম ইকবালের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের কাছে বোধহয় এমন আউট প্রত্যাশা করেন না ভক্তরা। নাথান লায়নের বল দুই পা এগিয়ে এসে প্রতিহত করতে চেয়েছিলেন তামিম। মিস হওয়ায় উইকেটের পিছনে বল পেয়ে স্টাম্প ভেঙে দিতে দেরি করেননি অসি উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। তাতেই বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। সাজঘরে ফেরার আগে ৩৮ বলে ১২ রান করেন দেশসেরা এ ওপেনার।

শুরুতেই সৌম্যর বিদায়: দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের শুরুতেই সাজঘরে ফিরে গেলেন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। অসি পেসার প্যাট কামিন্সের বলে ফার্স্ট স্লিপে রেনশর হাতে ক্যাচ দিয়ে বিদায় হন সৌম্য। আউট হওয়ার আগে ২০ বলে ৯ রান করেছেন বাঁহাতি এ ওপেনার।

আট মিনিটে অলআউট অস্ট্রেলিয়া: চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে মাত্র আট মিনিট ব্যাটিং করে অস্ট্রেলিয়া। মুস্তাফিজুর রহমানের বলে স্লিপে ক্যাচ দেন নাথান লায়ন। স্লিপে দাঁড়ানো ইমরুল বল তালুবন্দি করতে ভুল করেননি।

৭২ রানের লিড: কমপক্ষে ১০০ রানের লিডের প্রত্যাশার কথা গতকাল জানিয়েছিলন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার।তবে ৭২ রানের লিড চতুর্থ দিন আর বাড়তে দেননি মুস্তাফিজুর রহমান। কোনো রান যোগ করার আগেই অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দিয়েছেন বাঁহাতি এই পেসার। ৮৪ রানে ৪ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার। ৫৬ রানে অতিথিদের শেষ ৫ উইকেট তুলে নিয়ে লিডটা একশ রানের নিচে রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০৫ রান করা স্বাগতিকরা স্টিভেন স্মিথের দলকে থামিয়েছে ৩৭৭ রানে।

মুস্তাফিজেই অলআউট অস্ট্রেলিয়া: গতকাল ৩ উইকেট নিয়ে নিজের ফর্মের কথা জানান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আজ দিনের শুরুতেই অস্ট্রেলিয়া দলের শেষ উইকেটটিও তার দখলে গেছে। আজ মুস্তাফিজের প্রথম ওভারের পঞ্চম বলেই স্লিপে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়া নাথান লায়ন।

ডেভিড ওয়ার্নারকে গতকাল সেঞ্চুরির আগে থামানো যায়নি। তবে সেঞ্চুরিয়ান ওয়ার্নারকে ফেরানোর পর অনেকটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত দিন শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ৩৭৭। আজ শেষ উইকেটটি তাড়াতাড়ি নেওয়ার প্রত্যাশা থাকবে টাইগার বোলারদের।