‘বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো অপরাজনীতির হয়েছে তার সবই বিএনপি করেছে’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে অপরাজনীতির সূচনা আপনারাই করেছেন। বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো অপরাজনীতির হয়েছে তার সবই বিএনপি করেছে।

সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সামনে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে সম্পাদকমণ্ডলীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিজের রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশিকে সরকারের ‘অপরাজনীতি’ অভিহিত করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালানোর একদিন পর রোববার সামাজিক যোগযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় খালেদা জিয়া এই মন্তব্য করেন।

খালেদা জিয়ার এ মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো অপরাজনীতির ঘটনা ঘটেছে তার সবই বিএনপি করেছে। বাংলাদেশে বিএনপিই অপরাজনীতির সূচনা করেছে। আর এখন তারা বড় বড় কথা বলে।’