আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ষড়যন্ত্রের অংশ। এদেশে দু’টি কারণে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, একটি হলো দেশের অর্থনৈতিক উন্নতি এবং ধর্মীয় সম্প্রীতি বিনিষ্ট করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ যখন অর্থনৈতিক উন্নতির দিকে অগ্রসর হচ্ছে, তখন দেশের উন্নতি বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (০১ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে জঙ্গিবাদ, মাদক, জুয়া ও সন্ত্রাস বিরোধী সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বাঙালি সংস্কৃতির মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। এ দেশে সকল ধর্মের লোকজন যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে। কিন্তু দেশের ও বাইরের ষড়যন্ত্রকারীরা ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধের পর থেকে পুলিশ এদেশের জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্রকে বিনষ্ট করেছে।লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক’র সভাপতিত্বে আয়োজিত সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির, জেলা প্রশাসক আবুল ফয়েজ মো:আলাউদ্দিন খান, পৌরসভা মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা কমিউনিটি পুলিশং ও চেম্বার অব কর্মাস সভাপতি এসএ হামিদ বাবু। বিশিষ্ট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল হক (বীর প্রতীক)।
সমাবেশে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সদস্য, কমিউনিটি পুলিশিং এর জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের সদস্য বৃন্দ, শিক্ষক, ইমাম-পুরোহিত, সাংবাদিকবৃন্দসহ বিপুল সংখ্যক স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।