বাংলাদেশে যে স্বাধীনতার রূপ দেখি, তা মনে নেয়া যায় না : মাহাবুবুর রহমান

ঝালকাঠি প্রতিনিধি,মো.মোছাদ্দেক বিল্লাহ্ :দেশে গণতন্ত্র ও সবার স্বাধীনতা নেই অভিযোগ করে সরকার ও প্রশাসনের সমালোচনা করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল মাহাবুবুর রহমান বলেছেন, বাংলাদেশে এখন যে স্বাধীনতার রূপ দেখি তা কোন ভাবেই মেনে নেয়া যায় না, ক্ষমা করা যায় না। ইতিহাস কথা বলবে, যে দিন সাড়ে ১৬ কোটি মানুষ এক সাথে উচ্চারণ করবে সেদিন সব কিছু দলীত মোচিত করে সব প্রাঙ্গন একাকার করে দেবে। আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠিতে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বুধবার ১৪৪ ধারা জারির পর আজ বৃহস্পতিবার পুলিশি বাধার কারণে জেলার রাজাপুর উপজেলায় বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরের বাসভবনে ঘরোয়া ভাবে দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি। সেখানেও পুলিশ বাসাটি ঘিরে রাখে। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা সভায় বাধার প্রতিবাদসহ সরকারের কঠোর সমালোচনা করেন।
ঝালকাঠি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাবেক বিমান বাহিনী প্রধান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর সম্মেলন উদ্বোধন করেন।
সম্মেলনে মোস্তফা কামাল মন্টুকে জেলা বিএনপির সভাপতি ও মনিরুল ইসলাম নুপুরকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ঝালকাঠি শহরের কলেজ মোড়ের অতিথি কমিউনিটি সেন্টারে সম্মেলন ও কাউন্সিল অধিবেশ অনুষ্ঠানের কথা থাকলেও তিন পক্ষ একইস্থানে সভা সমাবেশ আহ্বান করায় বুধবার রাতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। জেলা বিএনপি এ বিষয়টিকে ক্ষমতাশীন সরকার দলীয়দের অপচেস্টা বলে অভিযোগ করে আসছে।