
সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশ ও শ্রীলঙ্কার সরকারের মধ্যে স্বাক্ষরিত ভিসা অব্যাহতি চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশে ও শ্রীলঙ্কার কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়া শ্রীলঙ্কা ভ্রমণের সুযোগ পাবেন। এজন্য শ্রীলঙ্কার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
ইতিমধ্যে রাশিয়া, কুয়েত, ব্রাজিলসহ বিভিন্ন দেশের সঙ্গে এ ধরনের ভিসা অব্যাহতি চুক্তি করেছে সরকার বলে জানান তিনি।