বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সংশোধন আইন অনুমোদন

সচিবালয় প্রতিবেদক : সরকারি কর্মচারীদের কল্যাণ সুবিধা দ্বিগুণ বৃদ্ধি করে ‘বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন, ২০১৭’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে  মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ অনুমোদনের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এখানে আর্থিক ক্ষমতা বাড়ানো হয়েছে। কল্যাণ বোর্ড থেকে এখন চাকরিজীবীদের জটিল ও দূরারোগ্য ব্যধির চিকিৎসার জন্য অনুদান দেওয়া হয় এক লাখ টাকা। নতুন আইনে এটি ২ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।’

তিনি বলেন, ‘কল্যাণ তহবিলের মাসিক চাঁদা এ পর্যন্ত দেওয়া হত মূল বেতনের এক শতাংশ বা সর্বোচ্চ ৫০ টাকা। এখন সর্বোচ্চ ১৫০ টাকা প্রস্তাব করা হয়েছে। যৌথ বীমার মাসিক সর্বোচ্চ প্রিমিয়াম ছিল ৭০ টাকা সেটা ১০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এর সঙ্গে প্রাসঙ্গিক যে যে অংশ পরিবর্তন আনা দরকার, খসড়া আইনে সেখানে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।’

সচিব জানান, প্রস্তাবিত আইনে মাসিক কল্যাণ ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা, সাধারণ চিকিৎসা অনুদান সর্বোচ্চ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা, দাফনের জন্য ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা, যৌথ বীমার এককালীন অনুদান এক লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে।