বাংলাদেশ গ্লোবাল পার্টনারশিপের কো-চেয়ার নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : কেনিয়ার নাইরোবিতে চলমান গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেক্টিভ ডেভলপমেন্ট কো-অপারেশনের (জিপিইডিসি) উচ্চপর্যায়ের দ্বিতীয় সভায় বাংলাদেশ ২০১৭-২০১৮ মেয়াদে কো-চেয়ার নির্বাচিত হয়েছে।

বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেনিয়ার নাইরোবিতে চলমান জিপিইডিসির দ্বিতীয় সভায় গতকাল মঙ্গলবার বাংলাদেশ ২০১৭-২০১৮ মেয়াদে কো-চেয়ার নির্বাচিত হয়েছে। বাংলাদেশের পাশাপাশি জার্মানি ও উগান্ডা কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত, বৈদেশিক সহায়তাকে কার্যকর করার বৈশ্বিক ফোরাম হিসেবে জিপিইডিসি কাজ করছে। জাতিসংঘের সদস্য দেশ ও বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠান এ ফোরামের সদস্য।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বাংলাদেশের পক্ষে জিপিইডিসির প্রতিষ্ঠালগ্ন থেকে স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে এবং নেতৃত্ব দিচ্ছে। বর্তমান উচ্চপর্যায়ের সভায় ১৬২টি দেশ ও ৫৬টি উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নিচ্ছে।

গত ২৮ নভেম্বর শুরু হওয়া এ সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের নেতৃত্বে বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন- মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, প্রাক্তন আইন ও সংসদবিষয়ক মন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন করীর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মনোয়ার আহমেদ, মহিলা অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী।

এদিকে সম্মেলনে আজ বুধবার উচ্চপর্যায়ের সভার মন্ত্রী পর্যায়ের সেগমেন্টের উদ্বোধন করেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। উদ্বোধনী সভার উচ্চপর্যায়ের ইন্টারেক্টিভ সংলাপে বাংলাদেশের অর্থ ও প্রতিমন্ত্রী এম এ মান্নান অংশ নেন।

এ ছাড়া ‘বৈশ্বিক উন্নয়ন সহায়তায় সর্বশেষ অগ্রগতি সংক্রান্ত’ একটি প্ল্যানারি সভায় বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধান বক্তা ছিলেন।

সভায় এম এ মান্নান বলেন, ‘উন্নয়ন সহায়তাকে কার্যকর করতে হলে জাতীয় মালিকানার প্রতি সহায়তা প্রদানকারী দেশ ও প্রতিষ্ঠানগুলোকে শ্রদ্ধাশীল হতে হবে। টেকসই উন্নয়ন এজেন্ডা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই এ লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে। সহায়তা গ্রহণকারী দেশগুলোকে স্বাধীনভাবে উন্নয়ন সিদ্ধান্ত গ্রহণে সুযোগ দিতে হবে।’

তিনি সমমর্যাদার ভিত্তিতে উন্নয়ন সহযোগিতা পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন, যাতে সত্যিকার অর্থে বৈদেশিক সহায়তা জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ‘নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণে প্রয়োজনীয় অর্থায়ন’ সংক্রান্ত একটি প্ল্যানারি সভায় মূল বক্তা ছিলেন।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘টেকসই উন্নয়নে অভীষ্ট লক্ষ্য অর্জন করতে হলে নারীর ক্ষমতায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে হবে।’

তিনি এ প্রসঙ্গে একটি বৈশ্বিক তহবিল গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। অনেক দেশ বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।

ইআরডির জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ‘উন্নয়ন সহযোগিতা ও স্বচ্ছতা’ সংক্রান্ত একটি সেশনে বক্তব্য রাখেন। এ সময় তিনি উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত তথ্য প্রকাশের ওপর গুরুত্ব আরোপ করেন।