নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের পুনর্মিলনী উপলক্ষে অনুষ্ঠান শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ অনুষ্ঠান শুরু হয়েছে।
পুনর্মিলনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
পুনর্মিলনী সফল করতে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পুনর্মিলনীকে কেন্দ্র করে যানজট এড়াতে বিশেষ ব্যবস্থা নিয়েছে। অনুষ্ঠানটি যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য পাঁচটি উপকমিটি গঠন করেছে ছাত্রলীগ। পুনর্মিলনীকে কেন্দ্র করে রাজধানীতে যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, সেজন্য বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়িগুলো যেন রাস্তার ওপরে বা যত্রতত্র পার্কিং করা না হয়, সেজন্য শৃঙ্খলাবিষয়ক উপকমিটি করা হয়েছে। এসব গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম, মলচত্তর, মহসিন হলের খেলার মাঠ ও ফুলার রোডে পার্কিং করা হবে। কোনোভাবেই রাস্তায় গাড়ি রাখতে দেওয়া হবে না।
শৃঙ্খলাবিষয়ক উপকমিটির ৩৫ জন সদস্য সকাল থেকে রাত পর্যন্ত এ বিষয়ে কাজ করবে।
ছাত্রলীগের প্রাক্তন কর্মী আজীবন সদস্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখবেন।