বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে নারী দিবস উদযাপন

আল-আমিন, নীলফামারীঃ “চেতনায় নারী, বিপ্লবে নারী- গণতন্ত্র ফেরাতে আমরাই পারি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নীলফামারী জেলা শাখার আয়োজনে নারী দিবস পালন করা হয়েছে। এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে র‌্যালী ও আলোচনা সভা করা হয়। র‌্যালীটি নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে হাজী মহসিন সড়ক, পিটিআই মোড়সহ শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে আবারও সেখানে আলোচনা সভায় মিলিত হয়।

মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা বিএনপির নিকটস্থ পৌর মার্কেটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নীলফামারী জেলা শাখার সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসরিন আক্তারের স ালনায় অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি স্বপ্না আলমগীর, সাংগঠনিক সম্পাদক সিমা পারভীন, জেলা কৃষক দলের আহŸায়ক দুলাল,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জান জুয়েল,ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্সসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা গণতন্ত্রের জননী বেগম জিয়ার মুক্তি দাবী করেন ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আহŸান জানান। এছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তারা।