ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ বাংলাদেশ হেরে যায় ৩-০ ব্যবধানে। এরপর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হার মানে ৩-০ ব্যবধানে।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর আগামী ১২ জানুয়ারি থেকে বাংলাদেশ শুরু করতে যাচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজ। টেস্টে বাংলাদেশ কী পারবে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে?
নিউজিল্যান্ডের কন্ডিশনে তাদের বিপক্ষে টেস্ট জেতাটা কঠিন। কিন্তু অসম্ভব নয়। সেই সম্ভাবনাটুকু কাজে লাগিয়ে একটি জয় কিংবা ড্রয়ের মধ্য দিয়ে নিউজিল্যান্ড সফর শেষ করতে পারে কিনা টাইগাররা সেটাই এখন দেখার বিষয়।
তার আগে চলুন দেখে নিই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের সময়সূচি।
টেস্ট সিরিজের সময়সূচি :
তারিখ ম্যাচ সময় (বাংলাদেশ) ভেন্যু
১২ জানুয়ারি প্রথম টেস্ট ভোর ৪টা ওয়েলিংটন
২০ জানুয়ারি দ্বিতীয় টেস্ট ভোর ৪টা ক্রাইস্টার্চ