বাংলাদেশ’ বানান ভুল টিকিটে

ক্রীড়া প্রতিবেদক : আজ দুপুরে বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ভুলের জন্য বোর্ড অনুতপ্ত। সেই সঙ্গে জানানো হয়েছে, সব অবণ্টিত টিকিট প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং বানান ঠিক করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। গতকাল থেকে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের টিকিটে বাংলাদেশ বানান ভুল লেখা হয়েছে। এ ঘটনায় অনুশোচনা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলমান ত্রিদেশীয় সিরিজে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচের জন্য গতকাল ছাড়া টিকিটে ইংরেজি লেখা সব বানান ঠিক থাকলেও বাংলাদেশ বানানে ‘বি’-এর পর একটি ‘এন’ বেশি লেখা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।