বাংলাদেশ বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে অবস্থান সুসংহত করবে

সংসদ প্রতিবেদক : ভূ-কৌশলগত অবস্থানের সুযোগ নিয়ে আন্তঃরাষ্ট্রীয় নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়ে বাংলাদেশ বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে অবস্থান সুসংহত করবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা সদস্য মাহজাবিন খালেদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।

সরকারের গৃহীত বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন আমাদের ‘রিজিওনাল এবং নেইবারহুড পলিসি’র পরিপূরক হিসেবে কাজ করছে এবং আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা সুসংহত করছে। আমরা বাংলাদেশের ভূ-কৌশলগত অনন্য অবস্থানের সুযোগ নিয়ে বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় নেটওয়ার্কের সাথে সংশ্লিষ্ট হয়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং দূরপ্রাচ্যের সেতুবন্ধন ও যোগাযোগের কেন্দ্র হিসেবে পরিণত করার নিমিত্তে কাজ করছি। এর ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে এশিয়ার অন্যান্য অঞ্চলের আন্তঃযোগাযোগ নিশ্চিত হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ উপ-আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের যে যে দেশের ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য বা কম্পারেটিভ অ্যাডভান্স আছে সে সকল সম্পদের সঠিক ব্যবহার বা সে সকল ক্ষেত্রে উপকারসমূহের পারস্পরিক অংশীদারিত্ব সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। এ সকল উদ্যোগ বাস্তবায়ন হলে আমরা একটি সমৃদ্ধতর দক্ষিণ এশিয়া পাব এবং এক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বের কারণে দক্ষিণ এশিয়া তথা সমগ্র বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও মর্যাদাপূর্ণ হবে। এটি বিশ্বের একটি ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের অবস্থানকে সুসংহত করবে।’

সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে সর্বপ্রথম ভুটান স্বীকৃতি দিয়েছে। ভুটান ও ভারত উভয় দেশই বাংলাদেশকে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বীকৃতি দিয়েছে। তবে ভারতের কয়েক ঘণ্টা আগে ভুটান স্বীকৃতি দিয়ে তারবার্তা পাঠায়। সর্বশেষ দেশ হিসেবে চীন বাংলাদেশকে ১৯৭৫ সালের ৩১ আগস্ট স্বীকৃতি দেয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মোট ১৫০টি দেশ স্বীকৃতি দিয়েছে।’

আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘১৯৭২ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ৯৩টি চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল স্বাক্ষরিত/সম্পাদিত হয়েছে।’

নুরুল হকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩টি। জাতিসংঘের সদস্য রাষ্ট্রের ৫৮টি দেশে বাংলাদেশের ৭৪টি দূতাবাস/কনস্যুলেট/উপ-হাইকমিশন/সহকারী হাইকমিশন রয়েছে।

সংসদ সদস্য আবদুল মতিনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, দূর প্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে বহুবিধ কূটনৈতিক উদ্যোগের ফলে সাম্প্রতিক বছরগুলোতে এসব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের তাৎপর্যপূর্ণ, দৃশ্যমান ও ইতিবাচক অগ্রগতি সাধিত হয়েছে। এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কার্যকর সুসম্পর্ক বিদ্যমান। বিশেষ করে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত দৃঢ়। আশা করা যায় যে, এই দেশসমূহের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে নতুন মাত্রা লাভ করবে।’