বাংলাদেশ ভারতকে হারাবে

বিনোদন প্রতিবেদক : চলছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭-এর সেমিফাইনাল ম্যাচ। এ নিয়ে উত্তাল ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ প্রথমবার সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের যেন শেষ নেই।

এ তালিকায় রয়েছে শোবিজ অঙ্গনের তারকারাও। অনেক তারকাই সব কাজ সেরে ইতিমধ্যে টিভি সেটের সামনে বসে গেছেন। বাদ যাননি ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসও। এ প্রতিবেদক অপুর মুঠোফোনে কল দিলে, কল রিসিভ করে উচ্ছ্বাসের সঙ্গে জানান- তিনি এখন টিভি সেটের সামনে বসে খেলা দেখছেন।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘খেলা দেখার আগ্রহ সব সময়ই ছিল। অনেক সময় শুটিংয়ের ব্যস্ততার কারণে খেলা দেখা মিস করতাম। বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে আর এই খেলাটা মিস করব এটা কি হয়! তাই আজ কোনো কাজ রাখিনি। এখন টিভি সেটের সামনে বসে আছি। ছোটবেলায় কয়েকজন মিলে খেলা দেখার মধ্যে আনন্দটা ছিল বেশি। খুব মিস করি সে সময়গুলো।’

তিনি আরো বলেন, ‘মাঠে গিয়ে তো আর টাইগারদের খেলা দেখতে পারছি না। তাই টিভি সেটের সামনে বসে টাইগারদের সমর্থন করছি। ভারতকে হারাবে বাংলাদেশ সেই স্বপ্ন নিয়েই বসে আছি। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য অনেক অনেক শুভ কামনা।’