
স্টাপ রিপোর্টার: শিক্ষামন্ত্রী নাহিদের নেতৃত্বে বর্তমানে একটি উচ্চ ক্ষমাসম্পন্ন প্রতিনিধিদল সিঙ্গাপুরের নানইয়াং পলিটেকনিক ইন্টারন্যাশনালে চলমান প্রশিক্ষণ কার্যক্রমের মনিটরিং করেছেন। প্রতিনিধিদলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) বি এম এনামুল হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়া মোহাম্মদ হানজালা, স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক এ বি এম আজাদ, যুগ্মসচিব নাজমুল হক খান, স্টেপ-এর ডিপিডি জয়দেব সাহা আছেন।
বাংলাদেশ প্রতিনিধিদল আগামী ১৩ মে ঢাকায় প্রত্যাবর্তন করবেন বলে আশা করা হচ্ছে।
সিঙ্গাপুর বাংলাদেশে ৬০টি স্ট্রার্টার ল্যাব স্থাপনে কারিগরি সহায়তা প্রদান করবে। প্রথম ১০টি ল্যাব স্থাপনের কাজ জানুয়ারি ২০১৮-এর মধ্যে সমাপ্ত হবে।
এছাড়াও সিঙ্গাপুরের নানইয়াং পলিটেকনিক ইন্টারন্যাশনাল বর্তমানে ২০ জনের ব্যাচে ব্যাচে বাংলাদেশের ১১৫০ জন কারিগরি শিক্ষককে প্রশিক্ষণ দিচ্ছে। ২০১৯ সালের মধ্যে এ প্রশিক্ষণ শেষ হবে। ইতোপূর্বে ২০১৬ সালের মধ্যে ৪৫০ জন শিক্ষককে পেশাগত প্রশিক্ষণ প্রদান করেছে। প্রথম ১০টি স্ট্রার্টার ল্যাবের মধ্যে ৬টি মাইক্রো কন্ট্রোলার ল্যাব এবং ৪টি ডিজিটাল ইলেক্ট্রনিক ল্যাব হবে।
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ কথা জানিয়ে বলা হয়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সিঙ্গাপুরের নানইয়াং পলিটেকনিক ইন্টারন্যাশনালের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বাংলাদেশে স্ট্রার্টার ল্যাব স্থাপন বিষয়ে এক নীতিনির্ধারণী সভায় মিলিত হন।
মন্ত্রীর সাথে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নানইয়াং পলিটেকনিক ইন্টারন্যাশনালের সিইও মি. জে ফুন ফুং ,ডিরেক্টর মি. এন্থনি উন, ডেপুটি ডিরেক্টর মিস্ এসথার বে, ডেপুটি ডিরেক্টর মি. টাটস্ ফাহ্ সুন, মিস্ জুডি এমিলি, মি. প্রোগ্রাম এক্সিকিউটিভ এড্রিয়ান কুইক প্রমুখ উপস্থিত ছিলেন।