নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর বাগমারা থেকে মাহাতাব খামারু (৪৫) নামে বাংলা ভাইয়ের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হামিরকুৎসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাহাতাব উপজেলার হামিকুৎসা ইউনিয়নের তালঘরিয়া গ্রামের মোহাম্মদ আলী খামারুর ছেলে। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুর্ধর্ষ ক্যাডার।
বাগমারার যুগিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মীর্জা মাজহারুল ইসলাম জানান, মাহাতাব দীর্ঘদিন পলাতক ছিলেন। সোমবার বেলা ১১টার দিকে গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, মাহাতাব বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।