
কহিনুর বাউফল(পটুয়াখালী )প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৬নং কনকদিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান,সদস্য ও সংরক্ষিত নারী সদস্যগন দায়িত্বভার গ্রহন করেছেন। বুধবার দুপুর ১২ টায় ৬ নং কনকদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মিলনায়তনে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত জনপ্রতিনিধিগন দাযিত্বভার গ্রহণ করেন। নির্বাচিত চেয়ারম্যান শাহীন হাওলাদার দ্বিতীয়বারের মত দায়িত্বভার গ্রহন করেন। পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারের সভাপতিত্বে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোবাইল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম. ফিরোজ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ খান, বাউফল উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, বাউফল উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিষদের ৯টি ওয়ার্ডের ৯জন সদস্য ও সংরক্ষিত তিনজন নারী সদস্য। এ ছাড়াও ইউনিয়ন আ.লীগের ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ বন্দরের বিশিষ্ট ব্যবসায়ীগন।
এ সময়ে কনকদয়িা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন হাওলাদারের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের সদস্যদের মধ্যে মা´ বিতরণ করা হয়েছে।