
কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল পৌরসভা নির্বাচন ৩১.০১.২২ইং তারিখ রোজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে । সকাল ০৮ টায় ইভিএম এর মাধ্যমে শুরু হবে ভোট গ্রহন। একটানা চলবে বিকাল ০৪ টা পর্যন্ত। গতকাল ৩০.০১.২২ইং তারিখ রোজ রবিবার দুপুর থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম মেশিনসহ নির্বাচনি আনুসঙ্গীক সরঞ্জাম। গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।
নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৯ জন করে পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্যসহ নির্বাচনী মাঠে বিজিবি ও র্যাবের মোবইল টিম মোতায়েন করা হয়েছে।
ভোটে ১১ হাজার ৪শ‘ ৫৮ জন ভোটারের বিপরীতে কাউন্সিলর পদে ২১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
উল্লেখ্য নির্বাচনে মেয়র পদে জিয়াউল হক জুয়েল, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে লতিফ খান বাবুল এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ইশরাত জাহান বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।