বাউফলে আড়ালে আবডালে জীবন যাত্রা: করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

কহিনুর বাউফল (পটুয়াখালী )সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে করোনা আক্রান্ত রোগী নতুন ভাবে পাওয়া গেছে। কালাইয়া আক্রান্ত-৫ জনের সাথে কালিশুরী-১,বিলবিলাস-১ ও চন্দ্রদ্বীপ-১সহ মোট ৮জন রোগীর সন্ধান রয়েছে। ঘরমুখী থাকা নিয়ম থাকলেও এদিকে সামাজিক দূরত্ব না রেখে গ্রামা লে মানুষের জীবন যাত্রা চলছে আড়ালে আবডালে। উপজেলা প্রশাসন থেকে করোনা প্রতিরোধ সচেতনতা কার্যক্রম চলমান থাকলেও গ্রামা লে করোনা সচেতনতা মাত্রা কম দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে,বাউফল উপজেলা সদরসহ প্রধান বাণিজ্য বন্দর কালাইয়া, কালিশুরী, বগা, কনকদিয়া দোকানপাট বন্ধ থাকলেও আড়ালে আবডালে বেঁচাকেনা হচ্ছে। কিন্ত গ্রামা লে নিয়মিত চলছে বেচাকেনা। ২৬ মার্চ থেকে ষ্টে-হোমসহ স্বাভাবিক চলাচল নিষিদ্ধ করলে রাজধানী ঢাকাশহর থেকে কর্মজীবী মানুষ গ্রামাে লে উঠেছে। এ সব মানুষগুলো অবাধে চলাচল করছে। নিয়মিত চায়ের দোকানে আড্ডা দিচ্ছে।

এ দিকে করোনা ত্রান সহায়তা কেন্দ্র করে জমে উঠেছে সাধারন মানুষের চলাচল। ত্রান নেয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি দলীয় নেতা কর্মী পিছু ছুটছে। ত্রান সহায়তা কেন্দ্র করে প্রতিদিন ফেইসবুকে ছবি আসছে। এ দিকে সামাজিক দূরত্ব ও মুখে মাস্ক রাখা এবং অপ্রয়োজনে বাইরে চলাচল কিছু নিয়ম মানছে না।

করোনা আক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে জানাগেছে, বাউফলে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮জন। নতুন ভাবে করোনা আক্রান্ত বিলবিলাস গ্রামের মিলন গাজী (২৮),চন্দ্রদ্বীপ ইউনিয়নে রিপন (১৮)। তারা এ মাসে ঢাকা থেকে দেশে ফিরেছেন। ২২ এপ্রিল নমুনা সংগ্রহ করে তাদেরকে বাড়িতে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছিল।

২৪ এপ্রিল পূর্ব কালাইয়া গ্রামের ৫জন ও কালিশুরী ইউপি ১ চা বিক্রেতার মধ্যে করোনা ভাইরাস সনাক্ত করেছে আইইডিসিআির। ২০ এপ্রিল লকডাউন উপেক্ষা করে কালাইয়াতে নারায়নগঞ্জ থেকে রোগী সেজে অ্যাম্বুলেন্সে করে তারা এসেছিলেন। পুলিশ ওই অ্যাম্বুলেন্সটিকে জব্দ করে এবং ওই ছয় যাত্রীকে পুলিশ আটক করে উপজেলার ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের শ্রেণিকক্ষে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। আক্রান্ত পাচজনের মধ্যে একজন পুরুষ চারজন নারী। আক্রান্তরা হলেন, আজিমন বিবি (৮০) হাওয়া বিবি (৫০) হনুফা বিবি (৪০) ফারজানা (১৪) ও সিদ্দিকুর রহমান (২২)। অপরদিকে কালিশুরী চায়ের দোকানদার এক ব্যবসায়ী করোনা আক্রান্ত হয়েছে। উপজেলা প্রশাসন তাদের বাড়ি লোকডাউন ঘোষনা করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ইতিমধ্যে ৮০ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠিয়েছে যার মধ্যে ৩০ জনের রিপোর্ট হাতে এসেছে।

বাউফল করোনা সচেতনতা জোরদারে পৌরসভা এবং উপজেলা র্পূব ফায়ার সার্ভিস পশ্চিম পাশে পৃথক-পৃথক বেরিকেট এবং পুলিশ তল্লাশি জোরদার করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০ টার দিকে এবং বিকালে ৫টা দিকে তল্লাশি চলমান থাকলে দুপুর দিকে শিথিলতা কারনে লোকজনের চলাচল বৃদ্ধি পাচ্ছে। করোনা ত্রান সহায়তা কেন্দ্র করে বানিজ্য গড়ে উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি ত্রান আতœসাৎ অভিযোগ চাউল জব্দ. জেল জরিমানা চলমান রয়েছে। তেমনি করোনা সামাজিক দূরত্ব না রাখার কারনে ভ্রাম্যমান আদালত কার্যক্রম চলমান রয়েছে।