বাউফলে ইনগ্রীড স্পুর দুশির ৯ম মৃত্যু বার্ষিকী পালিত

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের কৃতি সন্তান নেদারল্যান্ড প্রবাসী সেবামূলক বেসকারি উন্নয়ন প্রতিষ্ঠান ¯েøাব-বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সার্ভিক্যাল ক্যান্সারের উপর আন্তর্জাতিক নারী শিশু দিবসে রোটারি ইন্টারন্যাশনাল কর্তৃক পদক প্রাপ্ত মোতালেব ওয়েজটারসের সহর্ধমিনী ¯েøাব-বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সদস্য ইনগ্রীড স্পুর (দুশির) ৯ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে । আজ শুক্রবার বেলা ১১টার দিকে ¯েøাব-বাংলাদেশ প্রধান কার্যালয় কালিশুরীতে দিবসটি উপলক্ষে এক স্বরণ সভা অনুষ্ঠিত হয়

¯েøাব-বাংলাদেশ লোকাল কমিটির সদস্য ও কালিশুরী ড্রিগী কলেজের অদ্যাপক মোঃ খালেদুর রহমানের সভাপতিত্বে ইনগ্রীড স্পুর দুশির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তার বিদেহী আতœার প্রতি শান্তি কামনা করে বক্তব্য রাখেন, ¯েøাব-বাংলাদেশ নির্বাহী পরিচালক মোঃ আকতারুজ্জামান, ¯েøাব-বাংলাদেশ লোকাল কমিটির সদস্য এটি এম মাহাবুব আলম,এরিয়া ম্যানেজার মুনসোর আহম্মেদ,সাপেটি কো-অডিনেটর সফিউল্লাহ, প্রকল্প ব্যাবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন,প্রকল্প অফিসার আ: আজিজ,ব্রা ম্যানেজার মাসুম,সুশান্ত,ও হিসাব রক্ষক সাহিদা বেগম প্রমুখ ।