বাউফলে এক কৃষক বজ্র্রপাতে নিহত !

কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে এক কৃষক বজ্র্রপাতে নিহত হয়েছে। ওই সময় তার সাথে থাকা একটি গরুও মারা যায়। ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে বাউফল উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা তাঁতেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটেছে ।

জানাগেছে, ভোরবেলা কৃষক নুর হোসেন মৃধা (৫৮) তার গোয়াল ঘর থেকে বাড়ির পাশ্ববর্তী একটি মাঠে গরু বেঁধে রেখে আসেন। দুপুর বেলা আকাশে মেঘ ও হালকা বৃষ্টি হলে তিনি গরুটি আনার জন্য ঘর থেকে বের হন। গরুটি নিয়ে বাড়ি ফেরার পথে বজ্র্রপাত হলে তার সম্প‚র্ণ শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই তিনি নিহিত হন এবং গরুটিও মারা যায়। নিহত নুর হোসেন দুই পুত্র ও এক কন্যার জনক।