
কহিনুর বাউফল (পটুয়াখালী )প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ১০ বছর পর সোমবার ৭ ফেব্রেয়ারী চার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে । রাত পোহালেই প্রথম বারের মত ইভিত্রম এর মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মাধ্যমে চার ইউপির নির্বাচন ।ইতিমধ্যে নির্বাচনের সব কাজ সস্পূর্ণ করেছেন প্রশাসন । ১১নং দাশপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় বিনা ভোটে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন নৌকা মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেন ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তিন ইউপিতে চেয়ারম্যান পদে ১৬ জন ও ৪ ইউপিতে সাধারন মেম্বার পদে ১৪৯জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৭ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন ।
সরেজমিনে বাউফল ও মদনপুরা ইউপির কয়েকজন ভোটারদের সাথে আলোচনা করে জানা গেছে,এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি প্রশাসন নিরপেক্ষ ও কেন্দ্রে, কেন্দ্রে দলীয় প্রভাব না থাকে তাহলে নৌকার প্রার্থীরা বিজয় লাভ করা বড়ই কঠিন হয়ে পড়বে ।
এবিষয় উপজেলা নির্বাচন অফিসার মো.তারিকুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠ করতে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে । উপজেলার ৪ইউপির নির্বাচনে সব ভোট কেন্দ্রে মালামাল প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে পাঠানো হয়েছে ।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন বলেন,নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে যা যা করণীয় তা সস্পূর্ণ করা হয়েছে । প্রতি ভোট কেন্দ্রে পুলিশ,আনছার ও ম্যাজিস্ট্রেট থাকবে এবং নির্বাচনী মাঠে বিজিবি ও র্যাবের মোবাইল টিম সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক নিয়োজিত থাকবে । কোন রকম অনিয়ম দুর্নীতি হওয়ার কারন নেই ।