বাউফলে পরাজিত প্রার্থীর সমর্থকের উপর হামলা !

কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নে ভোটে জিতেই পরাজিত মেম্বার প্রার্থীর এক সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নাজিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হন আনছার উদ্দিন।

মঙ্গলবার ভোরে আনছার উদ্দিনের ভাই নেছার উদ্দিন ও জসীম উদ্দিনের নেতৃত্বে ১০/১২জন কর্মীসমর্থক অপর প্রতিদ্ব›দ্বী প্রার্থী কুদ্দুসুর রহমান মুন্সির সমর্থক রুবেল মুন্সির উপর চড়াও হন। লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা রুবেলকে বাড়ি থেকে তুলে আনার জন্য হানা দেয়।

টের পেয়ে প্রাণভয়ে রুবেল বাড়ি থেকে বের হয়ে ১ কিলোমিটার দৌড়ে গিয়ে ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বাড়িতে আশ্রয় নেয়। ওই বাড়ি গিয়ে অস্ত্রধারিরা দরজা, জানালা ও আসবাবপত্র ভাংচুর করে। রুবেল এর বাবা পারুল মুন্সি বলেন, আমার ছেলেকে তারা প্রানে মারতে চায়। বিজয়ী প্রার্থী ও তার সমর্থকদের ভয়ে আমার ছেলে এখন আত্মগোপণ করে আছে। নির্বাচিত প্রার্থী আনছার উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই।