বাউফলে প্রাণ বাঁচাতে সেনা সদস্যের সাংবাদিক সম্মেলন!!

কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ৫ জানুয়ারী (শনিবার) বেলা ১২টায় দিকে বাউফল প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন বলেন, ২০১৩ সালে অবসর নিয়ে ২নং কালিশুরী ইউনিয়নের কালিশুরী বাজারে জমি ক্রয় করে ব্যবসা শুরু করি। সামাজিক আন্দোলন হিসাবে ব্যবসায়ীদের উন্নয়নের জন্য একটি বাজার কমিটি গঠন করে নেতৃত্ব দিতে থাকি।

কিন্তু ওই এলাকার কুখ্যাত সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ইয়াকুব তালুকদার ও সাইফুল ইসলাম এর স্বার্থে আঘাত লাগলে আমার উপর চড়াও হয়ে উঠে এবং বিভিন্ন সময় চাঁদা দাবী করে। দুইবার চাঁদা দিলেও সম্প্রতি চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে প্রাণ নাশের হুমকী দেয়। বাড়িঘর ভাংচুর করে ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়েছে। প্রাণভয়ে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। বাউফল থানায় অভিযোগ দায়ের করলেও থানা কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না।

এ বিষয়ে ইয়াকুব তালুকদার বলেন, সেনা সদস্য দেলোয়ার হোসেন আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীণ। আমার মানহানী হলে আমরাও সংবাদ সম্মেলন করব। বাউফল থানার ওসি আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি; তাদের মধ্যে জমাজমি সংক্রান্ত বিরোধ চলছে। আইনশৃংলা রক্ষার্থে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।