বাউফলে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ!

কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলা বিএনপি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে । শনিবার সকাল ১১টায় মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হলে পুলিশের বাঁধার মুখে ফিরে এসে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

উপজেলা বিএনপির আহবায়ক শাহজাদা মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রিয় কমিটির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অলিয়ার রহমান, যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির আহবায়ক কাউন্সিলর হুমায়ন কবির, উপজেলা যুবদল আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব বশির আহম্মেদ, যুগ্ম আহবায়ক আহসান খন্দকার, উপজেলা ছাত্রদল আহবায়ক মুজাহিদুল ইসলাম, সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক মো: খলিলুর রহমান, সদস্য সচিব নাঈম তারেক, পৌর সেচ্ছাসেবক দল আহবায়ক আশরাফ আলী সরদার ও যুগ্ম আহবায়ক আ: মান্নান প্রমূখ। আয়োজিত কর্মসূচিতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ গ্রহন করে।