বাউফলে যুবলীগ নেতার উদ্যোগে খাদ্য সহায়তা

কহিনুর বাউফল (পটুয়াখালী ) সংবাদদাতা ঃ “আসুন দেশকে ভালোবাসি,মানবতার সহায়তায় এগিয়ে আসি’’এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে ৬ শ কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে বাউফল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ খানের উদ্যোগে পৌরসভার ৪ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, পৌর আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, আওয়ামী লীগ নেতা এনায়েত খান ছানা, যুবলীগ নেতা ইব্র্রাহিম খলিল, ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান রুবেল ও শামসুল কবির নিশাদ সহ অন্যান্যরা।

ওই সময় একটি পরিবারকে ৭ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি লবন ও একটি সাবানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়।