
কহিনুরবাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও সম্পাদক পরিষদের সাধারন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলী সান সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলানিউজ সম্পাদক জুয়েল মাজহার ও বিএমএসফ’র কেন্দ্রীয় সহ-সভাপতি সাংবাদিক সাইদুর রহমান রিমনসহ ১১জনের নামে চট্টগ্রামে হুইপ সামশুল হক চৌধুরীর দায়েরকৃত ৫শ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে বাউফল-কালাইয়া মহাসড়কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ),বাউফল উপজেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপি ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাউফল সাংবাদিক ফোরামের সভাপতি অতুল চন্দ্র পালের (ভোরের কাগজ) সভাপতিত্বে ও যুগ্ম- সাধারন সম্পাদক এম.এ হান্নানের (বার্তা বাজার) স লনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএমএসএফ জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ খান (বাংলাদেশ প্রতিদিন)।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন- জিতেন্দ্র নাথ রায় (সমকাল), সংগঠনের সহসভাপতি দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ),সাধারন সম্পাদক শিবলী সাদেক (আজকালের খবর)। মানববন্ধনে উপস্থিত ছিলেন, কহিনুর বেগম ( অপরাধ অনুসন্ধান,ক্রাইম পেট্রোল বিডি.কম ও ক্রাইম বাংলা নিউজ.কম, ),প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক, বাউফল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মো.সোহবার হোসেন (বাংলাদেশ বেতার), যুগ্ম সাধারন সম্পাদক এম.নাজিম উদ্দিন (আনন্দ টিভি), প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মনিরুজ্জামান হিরোন (ঢাকা প্রতিদিন), মো. জাহিদ হোসেন দেশের কণ্ঠ), মো.দুলাল হোসেন (সরেজমিন), সফিকুর রহমান মিঠু (সত্য সংবাদ), ইমাম হোসেন মনা (দক্ষিনের কাগজ), আরিফ হোসেন (জাগরণ) ,আবু সায়েম (আমাদের বাউফল) প্রমূখ।