বাউফলে সেনা কর্মকর্তাসহ ৩/৪ ঘরে ডাকাতি!!

কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল পৌর শহরসহ তিন ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাতে পৌর শহরের মহিলা কলেজের পার্শ্ববর্তী অব: সেনা রফিকুল ইসলামের ঘরে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, রোববার রাত অনুমান পৌনে দুইটার সময় একতলা ভবনের গ্রিল বেয়ে উপরে উঠে ছাদের দরজা ভেঙ্গে ডাকাত দল ঘরের ভিতর প্রবেশ করে।

সঙ্গবদ্ধ ৪ জনের ডাকাত দলটি প্রথমে ফ্লাটের ভাড়াটিয়া বাসায় প্রবেশ করে। ওই সময় রুম্পা ইয়াসমিন দুই সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দরজা ভাঙ্গার শব্দ পেয়ে জেগে উঠলেও কিছু না বুঝবার আগেই ডাকাতদল তার সামনে উপস্থিত হয়। মুহুর্তের মধ্যেই জিম্মি করে তাদের সাথে নিয়েই বাড়ির মালিকের ফ্লাটের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। প্রায় দুইঘন্টা ব্যাপী ডাকতদল ঘরের ভিতরের সবকিছু তছনছ করে ফেলে। বাড়ির মালিক রফিকুল ইসলাম ঘটনার দিন বাসায় ছিলেন না। তার স্ত্রী হেপী আক্তার জানান, ঘরের দরজা ভাঙ্গার শব্দ পেয়েই চিৎকার দেই।

ওই সময় ডাকাতদল আমার চোখে টর্চলাইট মারে এবং মুখ বন্ধ করতে বলে। তারা বলে ঘরে ১০ ভরি সোনা ও ৩ লক্ষ টাকা আছে। দ্রæত বাহির করে না দিলে সবাইকে হত্যা করবে। বড় মেয়ের বিয়ে উপলক্ষে স্বর্ণলংকার ক্রয় করে রখেছি এবং অন্যান্য মালামাল ক্রয়ের জন্য ২ লক্ষ ৬০ হাজার টাকা আলমিরার ভিতরে গচ্ছিত রেখেছি। ডাকাত দল আলমিরা ভেঙ্গে সকল কিছুই নিয়ে গেছে এবং যাবার সময় শাসিয়ে গেছে যাতে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করি। অপরদিকে ভাড়াটিয়া রুম্পা ইয়াসমিন দাবী করে ডাকাতদল তার ঘর থেকে ৪ ভরি স্বর্নলংকার ও ১০হাজার টাকা নিয়ে গেছে।এর আগে গত ২ র্ফেরুয়ারী শনিবারদিবাগত রাতে ৮নং মদনপুরা ইনিয়নের চন্দ্রপাড়া গ্রামে দুর্বৃত্তরা খাবারের সাথে চেতনানাশক ঔসধ ও স্প্রে করে লতিফ চৌকিদারের বাড়িতে ডাকাতি করে এবং ২৮ র্ফেরুয়ারী একই ইউনিয়নের মাঝপাড়া গ্রামের শাহজাহান ডাক্তারের বাড়িতে ডাকাতি করে।

বাউফল থানার ওসি আল মামুন জানান, ঘটনাস্থল ভোর রাতেই পরিদর্শন করেছি; বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।